"পঁচনতন্ত্র"

পচঁন ধরেছে মনুষত্যের ঠোঁটে,
দুর্গন্ধ ছরায় স্বচ্ছ বাক্সের ভোটে।
এ পঁচন ঠেকানো বড়ই কঠিন,
এক চোখা গনতন্ত্র আজ যে মলিন।
অলিতে গলিতে চোখ রাংগিয়ে ওঠে
গুবরে পোকার দল,
চোখ বন্ধ করে পুলিশ ছুরে জল কামানের জল।
মাটিচাপা পরেছে ন্যায়,নীতি,আর নিষ্ঠা,
ওদের রন্ধ্রে রন্ধ্রে আজ খেলা করে ইবলিশের বিষ্ঠা।
ক্ষমতার ছলে হারিয়েছে ওরা মমতা,
চিৎকার করে বলতে চাই,
"সমতা চাই সমতা"।